বদলে গেলো নামের তালিকা। টোকিও অলিম্পিক চলাকালীনই বড়ো ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘খেলরত্ন’ থেকে বাদ দেওয়া হল রাজীব গান্ধীর নাম। রাজীব গান্ধীর বদলে পুরস্কারের নামের সঙ্গে যুক্ত হল ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যান চাঁদের। এদিন টুইট করে এই নাম বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটে মোদী লেখেন, ‘ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক নাগরিকের কাছ থেকে আমি আবেদন পেয়েছি যাতে খেল রত্ন পুরস্কারের নামকরণ মেজর ধ্যান চাঁদের নামে করা হয়। যাঁরা আমাকে এই পরামর্শ দিয়েছেন, তাঁদের আমি স্বাগত জানাচ্ছি। তাঁদের আবেগকে সম্মান জানিয়ে এখন থেকে খেল রত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার বলা হবে। জয় হিন্দ!’ এবার থেকে ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’-এর নাম হতে চলেছে ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’। হকি তারকা ধ্যানচাঁদকে সম্মান জানাতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ভারতে পুরষ হকি দল ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিক থেকে পদক ঘরে তুলেছে। পদক না জিতলেও ৪১ বছর পর অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করেছে মহিলা হকি দল। দলগত ইভেন্টে ভারতকে গর্বের সিংহাসনে বসিয়েছেন মনপ্রীত সিং-রানি রামপালরা। তাঁদের সাফল্যে গর্বিত গোটা দেশ। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হকির সাফল্য দেশবাসীর সঙ্গে ভাগ করে নিতে বিরাট ঘোষণা করলেন শুক্রবার।
বিশ্বের সেরা হকি খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন ধ্যান চাঁদ। বাইশ বছরের ঝকঝকে কেরিয়ারে (১৯২৬-৪৮) চারশোর বেশি আন্তর্জাতিক গোল করেছেন তিনি। ইউরোপীয় খবরের কাগজগুলি তাঁকে হকির জাদুকর তকমা দিয়েছিল। ১৯৭৯ সালের ৩ ডিসেম্বর লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই শচীন তেণ্ডুলকর, অভিনব বিন্দ্রা, বিশ্বনাথন আনন্দ, পঙ্কজ আডবানী, মহেন্দ্র সিং ধোনিদের মতো ক্রীড়াবিদরা খেলরত্ন পেয়েছেন। সেই ১৯৯১-৯২ সাল থেকে নিয়মিত এই পুরস্কার দেওয়া হচ্ছে।
এদিকে, এই পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম বাদ দেওয়ায় শুরু হয়েছে তোলপাড়। কংগ্রেসের এক নেতার কথায়, ধ্যানচাঁদ ভারতের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁর নামে সম্মান দেওয়া হতেই পারে। কিন্তু রাজীব গান্ধীর নাম একটি সম্মান থেকে কীভাবে বাদ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।