রাজস্ব ঘাটতি খাতে টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার

কেন্দ্র–রাজ্য করের টাকা বন্টনের পর বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি হচ্ছে রাজ্যের। তা কমাতেই পশ্চিমবঙ্গ–সহ ১৪টি রাজ্যকে ৬টি সহজ কিস্তিতে টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সবথেকে বেশি বরাদ্দ করা হয়েছে কেরলকে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, রাজস্ব ঘাটতি খাতে মোট ১৪টি রাজ্যকে ৬১৯৫.‌০৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। আর তার মধ্যে পশ্চিমবঙ্গকে বরাদ্দ করা হয়েছে ৪১৭.‌৭৫ কোটি টাকা। কেরলে বরাদ্দ হল ১২৭৬.‌৯২ কোটি টাকা।

যদিও এই অনুদানে খুশি নয় রাজ্যগুলি। কারণ, তাদের বক্তব্য, কেন্দ্রের কাছে এর থেকে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। জিএসটি বাবদ ক্ষতিপূরণের বিপুল টাকাও কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গের।