রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্র চেহারা দিনহাটায়

রাজনৈতিক সংঘর্ষে জেরবার উত্তরের প্রান্তিক জেলা কোচবিহার। জানা গেছে এদিন সকাল থেকেই দিনহাটা ২ ব্লকের সালমারা গ্রাম পঞ্চায়েত এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। জ্বলল গাড়ি , পুড়ল বাড়ি, লুটিয়ে পড়ল আহতরা। এরূপ পরিস্থিতিতে জানা যায় শুক্রবার সকালবেলা সালমারা অঞ্চল এলাকায় দুই গোষ্ঠীর সদস্যরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। একাধিক গাড়ি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এলাকায় বন্দুক বোমাবাজি চলে, চলতে থাকে দোকানে বাড়িতে লুঠপাট। এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ, মানুষ আতঙ্কে রয়েছে।রাজনৈতিক সংঘর্ষে বিশেষত একই রাজনৈতিক গোষ্ঠীকোন্দল হোক কিংবা বিরোধী গোষ্ঠীর সঙ্গে শাসক গোষ্ঠী, প্রায়ই খবরের শিরোনামে বর্তমানে কোচবিহার জেলা।

এরা কারা তা নিয়ে এখনো পর্যন্ত দ্বন্দ্বের হয়েছে স্থানীয়দের মধ্যে।একইসাথে বোমাসহ এক দুষ্কৃতী কে হাতেনাতে আটকে দেয় স্থানীয় বাসিন্দারা। বেশকিছু মোটর বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানা এবং দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী। বর্তমানে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা পূর্ণ। এলাকায় কারফিউয়ের পরিবেশ। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য তৃণমূল কংগ্রেস এর দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এলাকায় লেগেই থাকত। সম্প্রতি এলাকায় বিজেপির ক্ষমতা বৃদ্ধি হওয়ার কারণে বিজেপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে।