রাজগঞ্জে আদিবাসী দুই তরুণীর ধর্ষনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি

জলপাইগুড়ির রাজগঞ্জে আদিবাসী দুই তরুণীর ধর্ষনের ঘটনার প্রতিবাদে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত কঠোর শাস্তি দাবি তুলল গণতান্ত্রিক মহিলা সমিতি। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তাদের সঙ্গে দেখা করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কণীনিকা ঘোষ।

তাঁর নেতৃত্বে মঙ্গলবার একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি‌তে এসেছেন। রাজ‍্যে মহিলা ও শিশু‌দের ওপর একের পর এক অত‍্যাচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন তিনি। এসব ঘটনা নিয়ে রাজ‍্যের মহিলা ও শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের মন্তব্যের কঠোর সমালোচনা করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কণীনিকা ঘোষ। অবিলম্বে তাকে অপসারণ করা‌র দাবি করেন তিনি। পাশাপাশি রাজগঞ্জের ধর্ষিতা আদিবাসী দুই কিশোরী‌র দোষীদের কঠোর শাস্তির দাবি জানান জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তাদের কাছে।