রমনাবাগান অভয়ারণ্যে থেকে উধাও চিতাবাঘের শাবক

হদিশ পাওয়া যাচ্ছে না বর্ধমানের রমনা বাগানে জন্ম হওয়া চিতাবাঘ শাবকের। ন’দিনের শাবকটি কীভাবে উধাও হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভযারণ্যের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন। কর্তৃপক্ষের গাফিলতি সামনে আসছে। পশুপ্রেমীদের অনেকেরই আশঙ্কা, লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে চিতা শাবকটিকে বিক্রি করে দেওয়া হতে পারে।

অভয়ারণ্য কর্তৃপক্ষ ও বন দফতরের দাবি চিতাবাঘের শাবকটিকে তার মা খেয়ে ফেলেছে। কেন চিতাবাঘের শাবকটির উপর নজরদারি চালানো হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন পশুপ্রেমীরা। তাঁরা এও বলছেন মা চিতাবাঘ শাবককে খেয়ে নিয়েছে এটা বিরলতম ঘটনা।

গত ১১ সেপ্টেম্বর রমনাবাগান অভয়ারণ্যে একটি শাবকের জন্ম দেয় এখানকার আবাসিক চিতাবাঘ কালী। শনিবার খাঁচা পরিদর্শনে গিয়ে চিতাশাবকটিকে দেখতে পাননি বনকর্মীরা। শুরু হয় তুমুল হইচই।