‘ক্লিক টু প্রোটেক্ট করোনা কবচ’ নামে একটি কম্বি প্রোডাক্ট যৌথভাবে নিয়ে এসেছে ভারতের অন্যতম অগ্রণী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এইচডিএফসি লাইফ ও ভারতের একটি অগ্রণী নন-লাইফ ইন্স্যুরার এইচডিএফসি এর্গো। গ্রাহকদের চলতি অতিমারিজনিত পরিস্থিতিতে এইচডিএফসি লাইফের ‘ক্লিক টু প্রোটেক্ট ৩ডি প্লাস’ (সি২পি৩ডি প্লাস) ও এইচডিএফসি এর্গোর ‘করোনা কবচ’-এর এই কম্বি-প্রোডাক্টের দ্বারা সম্পূর্ণ আর্থিক সুরক্ষার আওতায় আনা হবে।
এইচডিএফসি এর্গোর ‘করোনা কবচ’ হল একটি ‘ইনডেমনিটি হেলথ পলিসি’ যা চলতি বছরের গোড়ার দিকে চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল কোভিড-১৯ চিকিৎসার জন্য হাসপাতালের চিকিৎসা-ব্যয় বহনে গ্রাহকদের সাহায্য করা। এইচডিএফসি লাইফের ‘সি২পি৩ডি প্লাস’ হল ‘মোস্ট ফ্লেক্সিবল’ ও ‘কাস্টমাইজেবল’ টার্ম প্ল্যানগুলির অন্যতম। ‘ক্লিক টু প্রোটেক্ট করোনা কবচ’ প্ল্যানটি এমনভাবে তৈরি যে তা যেন বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ আর্থিক সুরক্ষা প্রদান করতে পারে। এই প্ল্যানে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য লাইফ কভার ছাড়াও এই প্রোডাক্টে রয়েছে ‘ফ্যামিলি ফ্লোটার’ সুবিধা।