যোগীকে আক্রমণ করে টুইট অভিনেত্রী সায়নীর

 উত্তরপ্রদেশে মহিলাদের উপরে একের পরে এক হিংসা ও অত্যাচারের ঘটনা উঠে আসছে। আর ঠিক সেই সময়েই বাংলায় এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলে গিয়েছেন পশ্চিমবঙ্গে হিংসার পরিমাণ বাড়ছে। মহিলাদের জন্যও নাকি এই রাজ্য সুরক্ষিত নন। এই প্রসঙ্গেই যোগী আদিত্যনাথকে একহাত নিলেন অভিনেত্রী তথা তৃণমূলে যোগ দেওয়া সায়নী ঘোষ।

বুধবার একটি টুইট করেন সায়নী। সেই টুইটে অভিনেত্রী উত্তরপ্রদেশকে ধর্ষণের রাজধানী হিসেবে সম্বোধন করেন। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য অসুরক্ষিত. এই মন্তব্য ধর্ষণের রাজধানীর মুখ্যমন্ত্রীর থেকে আসাটা একটু বাড়াবাড়ি। একটা কথা মনে আসছে। যাঁর নিজের বাড়ি কাচের তৈরি, তাঁর অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়।”

যোগী আদিত্যনাথকে খোঁচা দিয়ে টুইটটি করেন সায়নী। মঙ্গলবারও হাথরসে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করার ঘটনার তীব্র নিন্দা করেন অভিনেত্রী। শোনা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয় প্রার্থী হতে পারেন তিনি।