প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার যুবরাজ সিং চান ক্রিকেট তখনই শুরু করা হোক যখন গোটা বিশ্ব কোভিড-১৯ মুক্ত হয়ে যাবে। কারণ প্লেয়ারের স্বাস্থ্য এবং নিরাপত্তা এই খেলার জন্য সবার আগে। অন্যান্য খেলার ক্ষেত্রে ডোমেস্টিক বা আন্তর্জাতিক স্তরে বন্ধ হয়ে রয়েছে ক্রিকেটও। খালি স্টেডিয়ামে খেলার পক্ষে কেউ থাকলেও আবার অনেকেই এর বিরুদ্ধে। যদিও দ্রুত শুরু করতে হলে খালি স্টেডিয়ামে করার পথেই হাঁটতে হবে সব বোর্ডকে। যেখানে কোনও ফ্যান থাকবে না। বিবিসির পডকাস্ট ‘দ্য দুসরা’র যুবরাজ বলেন, ‘‘আমার ব্যাক্তিগত মত, প্রথমে আমাদের দেশকে বাঁচাতে হবে, বিশ্বকে বাঁচাতে হবে করোনাভাইরাস থেকে।”
তিনি আরও বলেন, ‘‘এটা পুরোপুরি নির্মূল হতে হবে বা ৯০-৯৫ শতাংশ চলে যেতে হবে কারণ যদি এটা থেকে যায় আর বাড়তে থাকে তাহলে প্লেয়াররা ভয় পাবে রাস্তায় বেরতে, মাঠে নামতে, ড্রেসিংরুমে যেতে।”