প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়।
বাল্টিমোর-ভিত্তিক এ বিশ্ববিদ্যালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে কমপক্ষে ৩ লাখ ৩৭ হাজার ৭২ জন আক্রান্ত এবং ৯ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের ও মৃতের হিসাব রাখছে। এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে এখন পর্যন্ত বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাস।