আবারও উত্তরবঙ্গ সফরে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ির সংলগ্ন চুরাভান্ডারে প্রকাশ্য জনসভায় ভাষণ দেন তিনি।এদিন ময়নাগুড়ির চূড়াভান্ডার বাজার সংলগ্ন মাঠে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বর্তমান শাসকদলকে কটাক্ষ করেন। তিনি জানিয়েছেন আর মাত্র কয়েকমাস পর বিজেপি ক্ষমতায় আসতে চলেছে রাজ্যে।
মধ্যাহ্নভোজন সেরেই তিনি মেটেলিতে আরেকটি জনসভায় হাজির হবেন। বিধানসভা ভোট আসতে এখনো কয়েকমাস বাকি এরই মধ্যে বিজেপি উত্তরবঙ্গে সংগঠনকে মজবুত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিগত কয়েকদিন আগেই শিলিগুড়িতে এসে উত্তরের সাংগঠনিক প্রতিনিধি , সাংসদ সহ নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন।
সূত্রের খবর তিনদিনের সফরে আজ জলপাইগুড়ি জেলার কয়েক জায়গায় প্রকাশ্য জনসভায় অংশগ্রহণ করে কোচবিহারের উদ্দেশ্যে যাবেন। সেখানে জেলার নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। তৃণমূলের বিক্ষুব্ধ নেতা তথা কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গেও বৈঠক করতে পারেন বলে সূত্রের মারফত জানা গেছে।