তিনসুকিয়ায় পদক্ষেপ করল ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা। এই কোম্পানি বর্তমানে আসামের দুইটি স্থানে উপস্থিত রয়েছে। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে তিনসুকিয়াতে ৬ হাজার জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের ৩টি নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন।
ম্যাক্স বুপার গ্রাহকরা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। ম্যাক্স বুপার এক বিশাল সাশ্রয়ী ও নির্দিষ্ট রোগের প্রোডাক্ট পোর্টফোলিয়ো রয়েছে, যেমন রিঅ্যাসিওর, হেলথ কম্প্যানিয়ন, গোঅ্যাক্টিভ, হেলথ প্রিমিয়া, হেলথ পালস, হেলথ অ্যাস্যুরেন্স, হসপিক্যাশ, ক্রিটিক্যাল ইলনেস কভার, হেলথ রিচার্জ, আরোগ্যসঞ্জীবনী ও করোনা কবচ। পরবর্তী ৫ বছরে ম্যাক্স বুপা তিনসুকিয়াতে ৪ কোটি টাকা গ্রস রিটন প্রিমিয়াম ও পলিসি ক্রয়ে ২০ গুণ বৃদ্ধি ঘটানোর লক্ষ্য নিয়ে চলেছে। ২০২৪-২৫ সাল নাগাদ তিনসুকিয়ায় প্রায় ৮০০ জন এজেন্ট নিয়োগের পরিকল্পনাও রয়েছে।