মূর্তি বিক্রি নেই, ক্ষতির মুখে মৃৎশিল্পীরা

করোনার জের বারে মন ভাল নেই কারো। করোনার জেরে জীবন সংশয়ের পাশাপাশি অর্থনীতি ব্যবস্থা তলানিতে পৌঁছে যাচ্ছে ক্রমশ। দুর্গাপূজায় মূর্তি বানিয়ে লাভের মুখ দেখেন নি মৃৎ শিল্পীরা। লক্ষ্মীপূজাতেও মূর্তি বানিয়ে বিক্রি করতে গিয়ে ফিরিয়ে আনতে হয়েছে শিল্পীদের। এবার কালিপুজোতেও একই চিত্র । করোনার জেরে এবার আগের মতো অর্ডার আসেনি মূর্তি তৈরির। পরিস্থিতি নিয়ে উদ্বেগে ফালাকাটার মৃৎশিল্পীরা ।

এবছর করোনা পাল্টে দিয়েছে পুজোর আগের চেনা সেই পরিস্থিতিটা। অন্য বছর ফালাকাটা ব্লকের মুজনাই, জটেশ্বরের প্রতিমার দোকান গুলিতে এই সময় মৃৎশিল্পীরা কথা বলার সময় পেতেন না। এমনই এক মৃৎশিল্পী দিলীপ পাল জানান, এবছর দুর্ভাগ্যের বিষয় এখনও অর্ডার তেমন নেই। অন্যান্য বছর যেখানে তিনি ৮০ টি কালি প্রতিমা গড়তেন, সে ক্ষেত্রে এবছর মাত্র কয়েকটি প্রতিমা গড়েছেন। নেই আগের মতো অর্ডার। ফলে প্রতিমা কম দামেই বিক্রি করে দিতে হচ্ছে। তাই লাভের আশা নেই। প্রতিমা গড়েও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন মৃৎশিল্পীদের। তিনি ছাড়াও এই এলাকায় আরও বেশ কয়েকজন মৃৎশিল্পী রয়েছেন। তাদেরও অবস্থা একইরকম বলে জানান। সব মিলিয়ে অদৃশ্য মানবশত্রু করোনা নির্মূল না হওয়া পর্যন্ত যে কোনও মানুষই পুরানো ছন্দে যে ফিরতে পারবে না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।