মুর্শিদাবাদের নৌকাডুবি ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

দশমীর বিকেলে প্রতিমা বিসর্জনে গিয়ে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারালেন মোট পাঁচজন। মুর্শিদাবাদের বেলডাঙার হাজরা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনে গিয়ে আর ফেরা হয়নি পরিবারের সদস্যদের। এই মৃতদের পরিবারের জন্য বুধবার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার জেরে মুর্শিদাবাদজুড়ে নৌকায় বিসর্জনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

ঘটনা গত সোমবারের। নদীতে চলছিল শোভাযাত্রা। সেই সময় হঠাৎ নৌকা উলটে যাওয়ায় ঘটনাটি ঘটে। সন্ধের পর বোঝা যায় যে ওই নৌকায় থাকা বেশ কয়েকজন নিখোঁজ। খোঁজা শুরু হয় নদীতে। পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার হয় হাজরা পরিবারের ২ সদস্য-সহ ৫ জনের দেহ। এই ঘটনায় নবান্নর তরফে টুইট করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়।