মুম্বই হামলার মূল চক্রী হাফিজ মহম্মদ সইদের ১০ বছরের জেল

২৬/১১ সালে মুম্বই সন্ত্রাস হামলার মূল চক্রী হাফিজ মহম্মদ সইদকে নাশকতার মামলায় ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড ছিল হাফিস সইদ। পাকিস্তানের অ্যান্টি টেররিজম কোর্ট জামায়াত-উদ-দাওয়ার প্রধান সইদকে এই সাজা ঘোষণা করেছে। সইদ ছাড়াও তার দুই সহযোগীকে সাড়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সইদের বিরুদ্ধে চারটি মামলায় রায় এসেছে। ২৬-১১ সালে এই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৬৬ জন এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। গত বছরের জুনে গ্রেপ্তার করা হয় হাফিজকে। এখন লাহোরের কোট লাখপত জেলেই রয়েছেন তিনি। রাষ্ট্রসংঙ্ঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সইদকে ‘গ্লোবাল টেররিস্ট’ হিসাবে ঘোষণা করেছে। তার মাথার দাম ঘোষণা হয়েছে ১ কোটি ডলার।