মুম্বই হামলার মূল চক্রী সহ ১,৮০০ জঙ্গির নাম তালিকা থেকে বাদ দিল পাকিস্তান

নিঃশব্দে মুম্বই হামলার মূল চক্রী ও লস্কর-ই-তৈবা কমান্ডার জাকি-উর-রহমান লকভি সহ ১,৮০০ জন জঙ্গিতে নিজেদের ওয়াচ লিস্ট থেকে বাদ দিল পাকিস্তান । ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর নতুন পর্যবেক্ষণের আগেই এমন পদক্ষেপ করল তারা। মার্কিন যে সংস্থা স্বয়ংক্রিয় ভাবে এই তালিকার দিকে নজর রাখে তারা এমনই দাবি করেছে। পাকিস্তানের জাতীয় জঙ্গি বিরোধী সংস্থা এই তালিকা তৈরি রাখে। লক্ষ্য ছিল, এর সাহায্যে আর্থিক প্রতিষ্ঠাগুলিকে সাবধান করা যাতে তারা কোনও সন্দেহজনক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ব্যবসায়িক লেনদেন না করে।