মুম্বইয়ে অতি ভারি বৃষ্টিপাত

গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে ভারি বৃষ্টিপাত হয়ে চলেছে। মুম্বই শহর এবং বেশ কয়েকটি প্রতিবেশী জেলায় আজ সারাদিন এবং আগামীকালও ‘অতি ভারি বৃষ্টিপাত’ এর জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বিভাগ, দমকল এবং পুলিশ প্রশাসনকেও। ভারি বৃষ্টিপাতের কারণে বন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুদিনের জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে। অতি ভারি বৃষ্টিপাতের কারণে সমুদ্রের ঢেউ ৪.৫১ মিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

মুম্বই ছাড়াও মহারাষ্ট্রের থানে, পুনে, রায়গড় এবং রত্নগিরি জেলায় এই লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ের নাগরিক সংস্থা জানিয়েছে যে, প্রয়োজনীয় পরিষেবা ছাড়া, মুম্বই নগরীর সমস্ত অফিস আজ বন্ধ থাকবে। পাশাপাশি সমুদ্রের কাছাকাছি বা নিচু অঞ্চলে মানুষকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে আজ, আগামীকাল এবং বৃহস্পতিবারের মধ্যে উত্তর মহারাষ্ট্র উপকূলে প্রবল বাতাসের বিষয়ে সতর্ক করে দিয়েছে মেট অফিস।