মুক্তি পেল লক্ষ্মী বম্ব ছবির ট্রেলার

মুম্বই: সামাজিক ইস্যুভিত্তিক লক্ষ্মী বম্ব ছবি নিয়ে আসছেন আক্কি৷ এই ছবিতে একজন বৃহন্নলার ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার৷ ছবিতে অক্ষয়ের স্ত্রী কিয়ারা আডবাণী৷ পরিচালক রাঘব লরেন্স-এর এই ছবি তামিল ছবি মুনি কাঞ্চনার রিমেক৷ এই ছবিটি অক্ষয়ের কেরিয়ারে অন্যতম কঠিন চরিত্র বলে জানিয়েছিলেন বলি অভিনেতা৷

গল্পে অনেক মোড় রয়েছে যা, হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হবে৷ অন্তন ট্রেলার সেই ইঙ্গিত দিচ্ছে৷ লকডাউনে হল বন্ধ থাকার কারণে কোনও ঝুঁকি নিতে চাননি অক্ষয়৷ তাই অনলাইন প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি৷ ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পাবে এই দিওয়ালিতে৷ অপেক্ষা ছবি মুক্তির৷