মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি

খুশির ঈদ মানেই পর্দায় ভাইজানের আগমন। এই ইদেও তার ব্যতিক্রম হল না। গতবছর করোনার কারণে থেমে থাকলেও এই বছর আর থেমে থাকলেন না তিনি। বৃহস্পতিবার মুক্তি পেল ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। এবারে বড়পর্দা নয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেল ছবিটি। জি৫ অ্যাপে দেখতে পাওয়া যাবে ছবিটি। প্রথমদিকে ছবির প্রযোজক-অভিনেতা সলমন এবং পরিচালক প্রভু দেবা বড়পর্দাতেই মুক্তি চেয়েছিলেন রাধের। বাধ সাধলো পরিস্থিতি। তবে দেশের বাইরের যে সমস্ত স্থানে কোভিড পরিস্থিতি একটু ঠিকঠাক, সেখানে সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। ভাইজানের মহিমাতেই পরিপূর্ণ এই ছবি। এই ছবিতে নিজের ‘ওয়ান্টেড’ ভাবমূর্তিই ধরে রেখেছেন তিনি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে বিস্তর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সেই বিষয়টিকেই ‘রাধে’র চিত্রনাট্যে তুলে ধরা হয়েছে। অবশ্য এ ছবিটি কোরিয়ান ছবি ‘দ্য আউটলস’-এর অফিশিয়াল রিমেক। ছবিতে সলমন ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সলমন খানের বিপরীতে দিয়ার চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি।