মিসাইল সিস্টেম রপ্তানি করতে চলেছে নয়াদিল্লি

ভারতকে ‘আত্মনির্ভর’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আরও এক বড়সড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম এবার বিদেশে রপ্তানি করতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই ক্যাবিনেটে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানিতে সম্মতি দেওয়া হয়েছে। বন্ধু দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা সরকারের উদ্দেশ্য। ভারত সরকার এখন অত্যাধুনিক হাতিয়ার রপ্তানি করতে উদ্যোগী হয়েছে।