অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগেই দেওয়া হয়েছিল। এ বার স্কুলের বাচ্চাদেরও চাল-আলুর সঙ্গে স্যানিটাইজার ও মুসুরির ডাল দেওয়ারও সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। মিড-ডে মিলে অধিকরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাসে মিড-ডে মিলের যে খাদ্য সামগ্রী দেওয়া হবে, তাতে পড়ুয়া পিছু ২৫০ গ্রাম করে ডাল বরাদ্দ করা হয়েছে। শিক্ষামন্ত্রীর ঘোষণামতো স্যানিটাইজার (৫০ এমএল) ও মাস্কও থাকছে। তবে পড়ুয়াদের পুষ্টির কথা ভেবেই বিকাশ ভবনের কর্তারা মিলে সোয়াবিন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আইসিডিএস সেন্টারের কথা ভেবেই পরিবর্তে ডাল দেওয়া হচ্ছে বলে খবর।