মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে ‘ব্যাড বয়’ নমশিকে অভিনন্দন জানিয়ে অমিতাভ, শাহরুখ ও সালমানের টুইট

নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’ -এর পরিচালক রাজকুমার সন্তোষী সংবাদমাধ্যমকে জানান, “কমার্শিয়াল ছবির ড্রামা, প্রেম, প্যাশন, গান, অ্যাকশন সব থাকছে এই ছবিতে। এই মূলধারার ছবির প্রতি মানুষের একটা আলাদা ভাল লাগা আছে। আমরা ছবির পোস্টার আপনাদের সামনে নিয়ে এলাম। এই ছবিতে নায়কের চরিত্রে আছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী আর এ ছবির নায়িকা আমরিন কুরেশি। বেঙ্গালুরু ও মুম্বইতেই বেশির ভাগ শ্যুটিং হয়েছে ছবির।” আর নমশির কথায়, “আমার স্বপ্ন সত্যি হল। আমি ভাগ্যবান যে রাজজি আর সাজিদ ভাইয়ের সাহায্য পেয়েছি।