মিটতে চলেছে টিকার অকাল

দেশের করোনাভাইরাস সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী তখন ভ্যাকসিনের আকাল। এমনকি একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভ হচ্ছে ভ্যাকসিন না পাওয়ার জন্য। অভিযোগ উঠেছে কেন্দ্র, রাজ্যগুলির প্রতি তার দায়িত্ব পালন করছে না। দেশে টিকার আকালের মধ্যেই স্বস্তির খবর দিল কেন্দ্র। দেশের বড় রাজ্যগুলি ৪ কোটি টিকা পাবে। আশার আলো দেখালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যগুলিকে অবগত করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

পশ্চিমবঙ্গের জন্য আপাতত ১৫ লক্ষ টিকা বরাদ্দ করা হয়েছে। জুনের প্রথম ১৫ দিনের জন্য এই বরাদ্দ বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে ২২ কোটি টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ২০.১ কোটি প্রয়োগ করেছে রাজ্যগুলি। তবে এপ্রিল মাসের তুলনায় মে মাসে ৪০ শতাংশ কম টিকাকরণ হয়েছে দেশে।