মাস্ক না পরলে জরিমানা, জারি করল মহারাষ্ট্র সরকার

করোনা সংক্রমণ কালে করোনার রক্ষাকবচ মাস্ক পরা একান্ত জরুরি৷ অথচ একশ্রেনির মানুষ নিয়মনীতির তোয়াক্কা না করেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন৷ ভারতের অনেক রাজ্যেই মাস্ক না পরার জন্য জরিমানা চালু করেছে৷ এমন অবস্থায় মাস্ক পরা নিশ্চিত করতে বিশেষ নিয়ম জারি করল মহারাষ্ট্র প্রশাসন৷ যা আগামী সপ্তাহের শুরু থেকে চালু হতে পারে৷ বৃহন্মুম্বই পুরসভা তাদের পুর এলাকায় এই নিয়ম কার্যকর করেছে৷

মাস্ক না পরে রাস্তায় কেউ ধরা পড়লেই জরিমানা দিতে হবে আর তৎক্ষণাত টাকা দিতে না পারলে সমাজসেবার কাজ করানো হবে৷ ট্রেন চড়তেও এবার অভিনব ব্যবস্থা চালু করেছে মহারাষ্ট্র সরকার৷ মাস্ক ছাড়া মুম্বইয়ের ট্রেনে চড়লেই দিতে হবে ২০০ টাকা জরিমানা৷ আর টাকা দিতে না পারলেই নিয়মভঙ্গকারীর জন্য অপেক্ষা করবে আরও একটি শাস্তি৷ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে অনেক মানুষ তাদের ‘শিক্ষা’ দিতে এই নিয়ম চালু করল৷