মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জৈশ-ই-মহম্মদের প্রধান, ভারতে একাধিক জঙ্গি হামলার মূল মাথা মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তান সরকার। জারি করল পাকিস্তানের এক সন্ত্রাস বিরোধী আদালত। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগে

২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় পাকিস্তানকে। ধূসর তালিকা থেকে মুক্ত হওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতেই হবে পাকিস্তানকে। দেশের জঙ্গিনেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি অর্থনৈতিক টাস্ট ফোর্স গঠন করেছে পাক সরকার। এই কমিটির সুপারিশেই মাসুদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাক সরকার।