মালদায় ধানক্ষেতে জল দিতে গিয়ে নিখোঁজ চাষী

মাঠে ধানক্ষেতে জল দিতে গিয়ে নিখোঁজ চাষী।ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরের তালগাছি এলাকায়। সূত্রের খবর আনিসুর রহমান গতকাল রাতে নিজের আমন খেতে জল দিতে গিয়ে গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। পাম্পসেটের অদূরে রক্তের দাগ পড়ে থাকায় রহস্য আরও দানা বেধেছে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

পরিবারের সদস্যরা জানায় আনিসুর রবিবার রাতে জল দিতে যায় আমন ধানক্ষেতে।ঘন্টা দুয়েক বাদে ফেরার কথা থাকলেও সকাল পর্য়ন্ত তিনি বাড়ি না ফেরায় শুর হয় খোঁজ। পাম্পসেটের কাছে গিয়ে বাসিন্দারা দেখেন যে ছোপ ছোপ রক্ত পড়ে রয়েছে। এছাড়া ধানের খেতের একটি জায়গায় ধ্বাস্তাধ্বস্তির চিহ্নও রয়েছে। আর তাতেই ওই চাষিকে খুন করে দেহ লোপাট করা হয়েছে কি না সেই সন্দেহ তৈরি হয়েছে।

হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস বলেন, আনিসুরের খোঁজ চলছে। পাশাপাশি ঘটনার পিছনে কি কারণ রয়েছে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। আমিনুরের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা বা কারো সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল কিনা তা খতিয়ে দেখছে।