মালদায় উদ্বোধন হল সেডার টিভিএস

পশ্চিমবঙ্গের মালদায় এক ল্যান্ডমার্ক ডিলারশিপ উদ্বোধন করল ভারতে দু-চাকা ও তিন-চাকার গাড়ির নির্মাতা টিভিএস মোটর কোম্পানি। সেডার টিভিএস-এর উদ্বোধন করেন টিভিএস মোটর কোম্পানির (ইস্ট জোন) ন্যাশনাল সেলস ম্যানেজার অরবিন্দ গুপ্ত। ওয়ার্কশপের উদ্বোধন করেন সিতাংশু বর্মা (এরিয়া ম্যানেজার, পশ্চিমবঙ্গ, টিভিএস মোটর কোম্পানি)। মালদার মঙ্গলবাড়ির নলডুবিতে অবস্থিত সেডার টিভিএস এমন এক ডিলার, যে শুরু থেকে শেষ পর্যন্ত পরিষেবা দেয়, সেইসঙ্গে গাড়ি বিক্রি, সার্ভিসিং ও আসল যন্ত্রাংশের ব্যবসা করে। মালদায় এই ডিলারশিপের উদ্বোধনের ফলে পশ্চিমবঙ্গে টিভিএস মোটর কোম্পানির টাচপয়েন্টের সংখ্যা হল ৪। প্রসঙ্গত, সম্মানজনক ডেমিং পুরস্কার পেয়েছে এমন একমাত্র দু-চাকার গাড়ির কোম্পানি হল টিভিএস মোটর কোম্পানি। ‘জেডি পাওয়ার আইকিউএস’ এবং ‘অ্যাপিল’ সমীক্ষায় এই কোম্পানির প্রোডাক্টগুলি স্বীয় বিভাগে গত চারবছর ধরে প্রথম স্থান অধিকার করে রয়েছে। ‘জেডি পাওয়ার কাস্টমার সার্ভিস স্যাটিসফ্যাকশন সার্ভে’ টানা পাঁচবছর ধরে এই কোম্পানিকে শীর্ষস্থানে রেখেছে।