মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড লঞ্চ্ করল বিএস৬ বিধিসম্মত এস-সিএনজি ভেরিয়েন্টের সুপার ক্যারি। অটো এক্সপো ২০২০-তে ঘোষিত কোম্পানির মিশন গ্রীন মিলিয়ন অনুযায়ী এই নতুন ভেহিকেলটি আনা হয়েছে। মারুতি সুজুকি সুপার ক্যারি হল ভারতের প্রথম লাইট কমার্সিয়াল ভেহিকেল, যা বিএস৬ ইঞ্জিনে আপগ্রেড হয়েছে। মিশন গ্রীন মিলিয়নের আওতায় ইতিমধ্যে সিএনজি ও স্মার্ট হাইব্রিড ভেহিকেল-সহ এক মিলিয়ন গ্রীন ভেহিকেল বিক্রয় করেছে মারুতি সুজুকি। আগামী দুই বছরের মধ্যে আরও এক মিলিয়ন বিক্রয়ের লক্ষ্য নিয়ে চলেছে মারুতি সুজুকি।
মারুতি সুজুকি এস-সিএনজি ভেহিকেলে রয়েছে ডুয়াল ইন্টারডিপেন্ডেন্ট ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ও ইন্টেলিজেন্ট ইঞ্জেকশন সিস্টেম। এই ভেহিকেলগুলি ফ্যাক্টরি-ফিটেড, স্পেশালি টিউনড ও ক্যালিব্রেটেড, যাতে যেকোনও পথে অপ্টিমাম পারফর্ম্যান্স ও এনহ্যান্সড ড্রাইভাবিলিটি প্রদান করা সম্ভব হয়। এর দাম ৫০৭,০০০ টাকা।