মারুতি সুজুকির নেক্সট-জেন আর্টিগা

মারুতি সুজুকির নেক্সট-জেন আর্টিগা হল স্টাইল, কমফর্ট ও টেকনোলজির এমন এক সংমিশ্রণ যা গ্রাহকদের মন জয় করে দেশের ১ নম্বর বিক্রিত এমপিভি-তে পরিণত করেছে। ৫.৫ লক্ষ গ্রাহক নিয়ে বিগত ২ বছরে এই গাড়ি বাজারে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে। এমপিভি সেগমেন্টে নিজের অবস্থান মজবুত করে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ৪৭% মার্কেট শেয়ার দখল করেছে আর্টিগা। 

২০১২-এর এপ্রিলে বাজারে আসার পর আর্টিগা এক সম্পূর্ণ নতুন মাল্টি-ইউটিলিটি সেগমেন্ট সৃষ্টি করেছে। এতে রয়েছে পাওয়ারফুল ১.৫ লিটার কে-সিরিজ ইঞ্জিন, স্মার্ট হাইব্রিড ও এটি টেকনোলজি। এই গাড়ি দেয় এক আনন্দদায়ক ড্রাইভিং এক্সপিরিয়েন্স। মারুতি সুজুকি আর্টিগা হল একমাত্র এমপিভি, যার সঙ্গে রয়েছে ফ্যাক্টরি-ফিটেড এস-সিএনজি টেকনোলজি।