মামলায় রুজু হল নেটফ্লিক্সের বিরুদ্ধে

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পাওয়ার প্রায় এক মাস পরে শিরোনামে উঠে এল মীরা নায়ার পরিচালিত সিরিজ ‘আ স্যুটেবল বয়’। টাবু, ঈশান খট্টর, তানিয়া মানিকতলা, রসিকা দুগ্গল মতো অভিনেতাদের দেখা যাচ্ছে এই সিরিজে। বিক্রম শেঠের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

ওই সিরিজের কিছু দৃশ্যে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগে ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সম্পাদক বিজেপি নেতা গৌরব তিওয়ারি এফআইআর দায়ের করেছেন নেটফ্লিক্সের দুই এক্সিকিউটিভের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রেওয়ায় তিনি এফআইআর দায়ের করেছেন। সিরিজেরএকটি এপিসোডে তিন বার মন্দির প্রাঙ্গনে চুম্বনের দৃশ্য প্রদর্শন করেছে।

গৌরবের দাবি অবিলম্বে নেটফ্লিক্স কর্তৃপক্ষকে ওই ‘আপত্তিকর’ দৃশ্য সিরিজ থেকে বাদ দিতে হবে। ধর্মীয় স্থানে ‘লভ জিহাদ’ প্রচার করা এবং হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে তাঁর অভিযোগ। অন্য দিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ। ছয় এপিসোডের এই সিরিজ সদ্য স্বাধীন ভারতের (১৯৫১) প্রেক্ষাপটে তৈরি।