কোভিড-১৯ জেরে লক ডাউন সময়ে দীর্ঘদিন ধরে মানুষ কাজ হারা হয়ে পড়েছে ফলে মানুষের হাতে এখন অর্থের প্রবল অভাব। তাই মানুষের হাতে কাজ তুলে দিয়ে অর্থের সংস্থান করতে গ্রামাঞ্চলে শুরু হচ্ছে একশো দিনের কাজ। আউসগ্রাম ২ নং ব্লকের তৃনমূলের কার্যকরী সভাপতি সেখ আব্দুল লালন জানান, মানুষের হাতে কাজ তুলে দিয়ে অর্থের সংস্থান করতে একশো দিনের কাজের উপর জোর দেওয়া হচ্ছে। যাতে মানুষের হাতে অর্থ আসে। দলের তরফে তখন বেশ কিছু রিলিফ দেওয়া হয়।