মানহানি মামলা কর তে চলেছেন রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে মাদককাণ্ডে জেলে কাটাতে হয়েছে টানা ২৭ দিন। বম্বে হাইকোর্টের রায়ে গত ৭ অক্টোবর শর্তসাপেক্ষে জামিন পান রিয়া। এবার মানহানি মামলা করতে চলেছেন রিয়া। সুশান্তের মৃত্যু মামলায় খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছে এইএমসের বিশেষজ্ঞ চিকিত্সকদের প্যানেল।

রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে বলেন – ‘ রিয়ার জীবন ধ্বংস করার চেষ্টা করেছে দু-মিনিটের খ্যাতির জন্য ইলেকট্রনিক মিডিয়ায় বয়ান দিয়ে। আমরা সিবিআইয়ের কাছে আবেদন ইলেকট্রনিক মিডিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হক, তদন্তকে ভুল পথে চালিত করার প্রচেষ্টার জন্য।