মানসিক ভারসাম্যহীন ছেলের পরিস্থিতি দিনের পর দিন আরও অবনতি ঘটছে। এই অবস্থায় নিরুপায় বাবা মা বর্তমানে ছেলেকে শেকল দিয়ে বেঁধে রাখছে। ছেলের এমত অবস্থায় চোখের জল ফেলছে বাবা মা। জানা গেছে ছেলের চিকিৎসার জন্য বহুবার প্রশাসনের দারস্থ হয়েছেন পরিবারের লোকেরা। কিন্তু এখনো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। বাধ্য হয়েই সরকারী সাহায্যের আর্জি জানাতে বৃহস্পতিবার শিখল বন্দি আবস্থায় ছেলেকে জেলা প্রশাসনের কাছে নিয়ে আসেন বাবা মা।
মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুরের সালাবাদগঞ্জের বাসিন্দা শেখ বুদ্দিন। তার ছোট ছেলে শেখ কাসেদ(২৯)। প্রায় দশ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়। প্রথমে সমস্যা অনেক কম ছিল। বাবা শেখ বুদ্দিন পেশায় শ্রমিক। শেখ কাসেদ ও এক সময় শ্রমিকের কাজ করত। তবে মানসিক রোগ ক্রমশ বাড়তে থাকায় কাজ বন্ধ হয়ে যায়। এমনকি স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। অভাবী সংসারে যতটুকু পেরেছে পরিবার তার চিকিৎসা করিয়েছে। এখন সমস্যা আরো বেড়েছে চিকিৎসা করাতে পারছেনা পরিবার।