মানবশরীরে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু

করোনাকে হারাতে ভারতে তৈরি হয়েছে কোভ্যাক্সিন। শুক্রবার থেকে দিল্লির এইমস হাসপাতালে মানবশরীরে কোভ্যাক্সিনর পরীক্ষামূলক ব্যবহার শুরু হল। এটি প্রয়োগ করা হল বছর তিরিশের এক যুবকের শরীরে। আপাতত কোভ্যাক্সিন প্রয়োগের পর ওই যুবক কেমন থাকেন এবং শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা তা জানতে ৭ দিন কড়া চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

এইমসের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক তথা করোনা টিকার মানবশরীরে পরীক্ষামূলক ব্যবহারের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জয় রাই জানিয়েছেন যে, গত শনিবার থেকে এইমসে সাড়ে তিন হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কোভ্যাক্সিন ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহারের জন্যে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে থেকে ২২ জনের দেহে প্রথম পর্যায়ে করোনার টিকাটি প্রয়োগ করা হবে।