মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক একইসঙ্গে হতে পারে

গত কয়েক মাস থেকেই দেশজুড়ে করোনা অতিমারী প্রভাব ফেলেছে শিক্ষা ব্যবস্থার উপরে। কবে ফের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, সে সম্পর্কে এখনও নির্দিষ্টভাবে কেউই কিছু বলতে পারছেন না। করোনা পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি সংশ্লিষ্ট বোর্ড। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে মাধ্যমিক এবং মার্চে উচ্চ মাধ্যমিক শুরু হয়।

এক্ষেত্রে একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় কি না, তা ভেবে দেখার জন্য ফোরামের তরফে শিক্ষা দফতরের কাছে আবেদন করা হয়েছে। এদিকে, কালী পুজো মিটলে পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।