মাধ্যমিকের মার্কশিট নিতে স্কুলে ডাক পড়ুয়াদের

দক্ষিণ ২৪ পরগনা: মধ্যশিক্ষা পর্ষদের স্পষ্ট নির্দেশিকা অমান্যকরেবুধবার ঘটকপুকুর কুলটি গভর্নমেন্ট কলোনি রিফিউজি গার্লস হাইস্কুলে এই নির্দেশিকা অমান্য করেই মার্কশিট বিতরণ শুরু হয়। নির্দেশ ছিল, শুক্রবার মার্কশিট দেওয়া হবে, তবে কোনও পড়ুয়া যেন স্কুলে না যায়। অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ। জেলা বিদ্যালয় পরিদর্শক প্রদ্যুৎ হালদারের অফিসের পক্ষ থেকে ওই স্কুলকে ফোন করে সতর্ক করা হয়। এদিন সেখানে গিয়ে দেখা গেল, স্কুলের সামনে অভিভাবকের সংখ্যা কম। তুলনায় ছাত্রীদের ভিড়ই বেশি। কিছু পড়ুয়ার মুখে মাস্কও ছিল না। অভিভাবকরা কেউ কেউ হয় অফিস ঘরে, না হয় তার বাইরে অপেক্ষা করছেন। পড়ুয়াদের অনেকেই একা এসেছে। ছাত্রীরা একে একে অ্যাডমিট কার্ড দেখিয়ে মার্কশিট নিয়ে চলেও গেল। ডিআইয়ের নির্দেশের পর অবশ্য ছাত্রীদের বাড়ি চলে যেতে বলে স্কুল কর্তৃপক্ষ।