করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউন আবহের মধ্যে প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে এই বছর। সকাল ১০ টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করে জানান, চলতি বছরে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের থেকে ১,২৭ ৬৭০ জন বেশি। যদিও সাফল্যের হারে সামান্য পিছিয়ে ছাত্রীরা। সফল পরীক্ষার্থীর সংখ্যা এই বছর ৮,৪৩,৩০৫। এই বছর পাসের হার ৮৬.৩৪%। মেয়েদের উত্তীর্ণ হওয়ার হার ৮৩.৪৮%, ছাত্রদের ক্ষেত্রে এই হার ৮৯.৮৭%
পূর্ব মেদিনীপুর পাসের নিরিখে সবচেয়ে এগিয়ে। পাসের হার এইজেলায় ৯৬.৫৯%। পশ্চিম মেদিনীপুরে এই হার ৯২.১৬%। কলকাতায় ৯১.০৭%। দক্ষিণ ২৪ পরগনায় ৯০.৬০% উত্তর ২৪ পরগনায় ৯০.০৫%, হুগলিতে ৮৮.৫৭%, হাওড়ায় ৮৭.৭৩% পাসের হার।
২০২০ সালে মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করে কল্যাণময় জানান, মাধ্যমিকে ৭০০ নম্বরের মধ্যে ৬৯৪ পেয়ে অর্থাৎ ৯৯.১৪% নম্বর পেয়ে প্রথম হয়েছেন মেমারির অরিত্র পাল! যুগ্ম দ্বিতীয় হয়েছেন, বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভীক দাস। তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন কেন্দুয়াডিহির সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র এবং রহড়ার অরিত্র মাইতি। প্রথম ১০-এ রয়েছেন ৮৪ জন, তবে নেই কলকাতার কেউ! পর্ষদ সভাপতি জানিয়েছেন, আগামী বছরের পরীক্ষা কবে তা নির্ভর করছে করোনা আবহ থেকে কবে রেহাই মিলবে তার উপর।
সরকারি ওয়েবসাইট – wbbse.org এবং wbresults.nic.in এ সকাল ১০.৩০ থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।