মাদ্রাজ হাইকোর্টের কড়া নির্দেশ ২মে উড়বে না কোন রঙের আবির, নির্দেশিকার পর পদক্ষেপ কমিশনের

নির্বাচনের ফলাফল প্রকাশের পরও কোনরকম মিছিল করা যাবে না, করোনার আবহে নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন মাদ্রাজ হাইকোর্টের কড়া ভর্ৎসনার পরেই এই নিষেধাজ্ঞা জারির কথা জানায় নির্বাচন কমিশন। পাশাপাশি গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হলে ২ মে এর আগে আরটি – পিসিআর টেস্ট করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের।

উল্লেখ্য দেশে করোনার দ্বিতীয় ঢেউ বাড়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন গত কয়েক মাস ধরে কোভিড এর নিয়ম কানুন প্রচার না করে কমিশন সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠান মত কাজ করছে। এজন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত।

প্রয়োজনে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়ে আদালত বলে ‘এখন আপনাদের আমরা আশ্বস্ত করে বলছি কিভাবে কোভিড প্রটোকল মেনে চলা হবে তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া হবে তা আদালতকে না জানাতে পারলে আগামী ২ মে আমরা ভোট গণনা বন্ধ করে দেবো। গণনা স্থগিত বা পিছিয়ে দেওয়া হতে পারে।’ আর এই ধমকের পরই আজ কমিশনের এই করা ঘোষণা।