মাদককাণ্ডে ফের তলব দীপিকার ম্যানেজারকে

বলিউডের মাদককাণ্ডে মঙ্গলবার নতুন করে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ করিশ্মাকে হাজিরা দিতে বলা হয়েছে এনসিবির দফতরে। গত ২৫ সেপ্টেম্বর করিশ্মাকে আট ঘন্টা জেরা করেছিল পাঁচ সদস্যের এনসিবি টিম। ২৬ সেপ্টেম্বর ছয় ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। জিজ্ঞাসাবাদের সময় দীপিকা-করিশ্মাদের ফোন বাজেয়াপ্ত করেছিল এনসিবি।