কোভিড চিকিৎসায় আরো এগিয়ে বিজ্ঞান।বাজারে চলে আসলো কোভিড ট্যাবলেট কোভিহল্ট।এটা ভ্যাকসিন নয়,ট্যাবলেট।মাত্র ৪৯টাকায় পাওয়া যাবে এই করোনার ওষুধ । বিখ্যাত ফার্ম লুপিনের পক্ষ থেকে একটি মৃদু থেকে মাঝারী মানের ওষুধ লঞ্চ করা হয়েছে, যার নাম রাখা হয়েছে কোভিহল্ট। ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গেছে, সেই ফ্যাবিপিরাভির শ্রেণীর কোভিহল্ট।ডিসিজি আই এর তরফ থেকে ইতিমধ্যে জরুরি অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে ছাড়াপত্র।
তবে এই ওষুধ যেমন খুশি ভাবেই খাওয়া যাবেনা ।ডাক্তারের পরামর্শ সহ ও রোগীর বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই খাবার অনুমতি দেওয়া হয়েছে ওষুধ। গতকাল বুধবার এই ওষুধ লঞ্চ করা হয়েছে, মাত্র ৪৯ টাকা দামের, ২০০ এমজির একটি পাতা। এই লুপিন লিমিটেডের যে প্রেসিডেন্ট তিনি এই ওষুধ নিয়ে অনেকটাই আশাবাদী। কারণ এখন দেশের, বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ। মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তার মধ্যে যখন এই সব ওষুধ বাজারে আসে, তখন মানুষের লড়াই করার ক্ষমতা স্বাভাবিক ভাবেই অনেকটা বৃদ্ধি পায়।