মাটিগাড়ায় বেসরকারি হাসপাতালে নার্স,স্টাফদের বিক্ষোভ


আজ সকালে প্রায় দুই শতাধিক স্টাফ,নার্স বিক্ষোভ দেখাল মাটিগাড়ার এক নামি বেসরকারি হাসপাতালে। এই বেসরকারি হাসপাতালে প্রায় দুমাস ধরে নেওটিয়ায় করোনা আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। করোনা আক্রান্তদের পরিষেবা দিতে গিয়ে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন নার্সিং হোমের চিকিৎসক ও নার্সিং স্টাফ। অথচ যারা প্রতিনিয়ত করোনা রোগীদের চিকিৎসা করছেন, তাদেরই কোন সুরক্ষার বন্দবস্ত করেছে না কর্তৃপক্ষ।

নার্সিং স্টাফদের অভিযোগ তাদের কোভিড টেস্ট করানো হচ্ছে না। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসলেও তাদের কোয়ারান্টাইনের সুযোগ পর্যন্ত নেই। যদিও বা কাওকে কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে তাদের স্যালারী কেটে নেওয়া হচ্ছে। বারংবার বিষয়টি নিয়ে ম্যানেজমেন্টকে বলা হলেও কোন কর্নপাত করেনি বলেও অভিযোগ। তাই তারা একপ্রকার বাধ্য হয়েই তারা বিক্ষোভে সামিল হয়েছেন নিজেদের সুরক্ষা সংক্রান্ত ১০ দফা দাবীর ভিত্তিতে।