মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়

পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কালিভাষা এলাকায়। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেরেই খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। তবে এটি খুন না আত্মহত্যা সে ব্যাপারে এখনও পরিষ্কার করে পুলিশ কিছু জানাতে পারেনি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক চৌধুরী বয়স (৪৮)। পেশায় সে একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগর গ্রামে। মাছ ধরার উদ্দেশ্যে কালীভাষা এলাকার একটি পুকুরে গিয়েছিলেন ওই ব্যক্তি। সোমবার রাতে ওই ব্যক্তি আর বাড়ি ফিরে আসেনি। এরপরই পরিবারের লোকেরা তার খোঁজ শুরু করে। স্থানীয় গ্রামবাসীদের মাধ্যমে মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ পুকুরে ভাসতে থাকার খবর জানতে পারে পরিবারের লোকেরা। 

হবিবপুর থানা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির জলে ডুবে মৃত্যু হয়েছে কিনা বা, এই ঘটনার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে মৃতের পরিবার ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে দাবি করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।