মাকে নিয়ে চিন্তিত সাইফ

শর্মিলা ঠাকুর তার দিল্লির বাড়িতে আছেন। ৭৫ বছর বয়সী মায়ের থেকে দূরে থাকায় তাকে নিয়ে চিন্তা করছেন সাইফ। সাইফের ভাষ্যমতে, শর্মিলা ঠাকুরের কথাবার্তার ধরনও নাকি বদলে গেছে।

এক সাক্ষাত্কারে সাইফ জানিয়েছেন, তার সবসময়ের প্রাণবন্ত মা এখন হঠাত্ করেই জ্ঞানীর মতো কথা বলছেন। তিনি বলেছেন, জীবন উপভোগ করে নিয়েছেন, তার কোনো আফসোস নেই। এসব কথায় ভয় পাচ্ছেন সাইফ। এ ধরনের কথা শুনে সাইফ অভ্যস্ত নন।

শর্মিলা ঠাকুরের সঙ্গে দিল্লিতে থাকেন সাইফের এক বোন সাবা। অন্য বোন সোহা মুম্বাইতেই থাকেন। সাইফ জানান, টেকনোলজির বদৌলতে সবার সঙ্গে ভিডিও কলে কথা হয়।