Homeদেশমহারাষ্ট্রে গণপিটুনিতে সাধুদের মৃত্যুদেশমহারাষ্ট্রে গণপিটুনিতে সাধুদের মৃত্যু editorApril 21, 2020 মহারাষ্ট্রের পালঘরে তিনজনকে নিগ্রহ করার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর এবিষয়ে কথা হয়েছে। তিনি তাঁকে কথা দিয়েছেন বিষয়টি দেখবেন বলে। গত বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে প্রায় ১২৫ কিমি দূরে ওই মর্মান্তিক নিগ্রহের ঘটনাটি ঘটেছে। শতাধিক অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধব ঠাকরে জানিয়েছেন, গ্রামবাসীরা এলাকায় চোর ঢুকে পড়ার গুজব শুনেছিল। তারপরই ভুল করে তিন ব্যক্তিকে অপরাধী মনে করে তাঁদের উপরে চড়াও হয়। উদ্ধব ঠাকরে সকলের কাছে আর্জি জানিয়ে বলেন, ‘‘বিষয়টিকে সাম্প্রদায়িক করে তুলবেন না। এর মধ্যে কোনও সাম্প্রদায়িক সূত্র নেই।” Previous Postকরোনা যুদ্ধের সৈনিকদের আরও একবার কুর্নিশ গুগলের Next Postকরোনা ভাইরাস সংক্রমণ দ্বিগুণ হওয়ার হার কমেছে, জানাল কেন্দ্র