মমতা অভিষেক ডাকলে আমি একশো একবার যাবো মোহন বসু

বেশ কয়েকমাস ধরে দলে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন তৃণমূল নেতা মোহন বসু। স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা বিষয়ে তার মতপার্থক্য হওয়ায় দলের জেলার একাধিক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন।এদিন সবার মঙ্গল কামনায় মহাযজ্ঞ করেন জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহন বসু।জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক লাগোয়া রক্ষাকালী মন্দিরে বসে ছিলেন বিদায়ী চেয়ারম্যান।২০২০ সাল সকলের খারাপ গিয়েছে। ২০২১ সাল সকলের ভাল কাটুক এই উদ্দেশে যজ্ঞের আয়োজন করা হয় এদিন। ন’জন পুরহিতের উপস্থিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলে যজ্ঞ। দশের ও মুখ্যমন্ত্রীর ভাল কামনায় জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান যজ্ঞ করলেন। পুরসভার প্রশাসক বোর্ডে বিদায়ী চেয়ারম্যানকে রাখা হয়নি। এই নিয়ে একাধিক বার নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। সরাসরি তৃণমূলের জেলা সভাপতি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। মান ভাঙাতে মন্ত্রী, বিধায়ক সকলেই তাঁর বাড়িতে গিয়ে কথা বলে আসেন।

এদিন বিদায়ী চেয়ারম্যান মোহন বসু বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকলে আমি ১০১ বার যাবো। কিন্তু যাঁদের হাতে দল সুরক্ষিত না তাঁদের ডাকে আমি বৈঠকে, মিছিলে গড় হাজির থাকব। আমাকে মানুষ নামায়নি দলের কিছু মানুষ নিজেদের স্বার্থসিন্ধের জন্য নামিয়েছেন। রাজনীতি ছাড়াও দশের মঙ্গল করা যায় এই কারণে মুখ্যমন্ত্রী ও দলের মঙ্গলে যজ্ঞ করা হল।” এদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন কোন মন্তব্য করতে চাইনি।