ফের ফুটপাথে ঘুমন্ত অবস্থায় চলে গেল ৬টি তাজা প্রাণ! বুধবার গভীর রাতে বেপরোয়া ট্রাকের চাকা পিষে দিল আগ্রার ২ নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাথে ঘুমিয়ে থাকা পরিবারকে। গভীর রাতে ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছুটে আসা এক বিশাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে পড়ে ওই ফুটপাথেই। গুরু কা তাল গুরুদুয়ারার উলটো দিকের ওই ফুটপাথে চোখের নিমেষে থেঁতলে যায় সবকিছু। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ছিটকে। আরও তিন জন জখম হন ওই ফুটপাথেই ঘুমিয় থাকা মানুষদের মধ্যে।
জানা গেছে, ওই ফুটপাথেই ১২ মাস বসবাস করেন মানুষগুলি। বুধবার রাতেও প্রতিদিনের মতোই খাওয়া-দাওয়া সেরে অস্থায়ী ছাউনি খাটিয়ে ঘুমোতে গিয়েছিলেন তাঁরা। সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে ঘুম আসতে সময় লাগে না বেশি। কিন্তু ভাবতেও পারেননি, এই ঘুমই শেষ ঘুম হবে।
গভীর রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছন স্পেশ্যাল সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ বাবু কুমার। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। তাঁদের পরিচয় খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। ট্রাকের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। জেরা করা হচ্ছে তাদের।