ভয়ংকর আগুন মুম্বইয়ের মলে

মুম্বই: বিধ্বংসী আগুন লাগল মুম্বইয়ের একটি অভিজাত শপিং মলে। বৃহস্পতিবার রাত নটা নাগাদ আগুন লাগে নাগপাড়া এলাকার সিটি সেন্টারে। শুক্রবার সকালেও আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলবাহিনীকে। দমকলের ২৪টি ইঞ্জিন ১৬টি জাম্বো ট্যাঙ্ক নিয়ে ২৫০ জন দমকল কর্মী আগুনের মোকাবিলায় নামে।

আগুনের ব্যাপকতার জেরে কাছের বিল্ডিং থেকে প্রায় ৩৫০০ জনকে বাইরে বের করে আনা হয়। মলের তিনতলার একটি মোবাইলের দোকানে শর্ট সার্কিটের ফলে এই ঘটনা, তবে সে বিষয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।