ইতিমধ্যেই ভ্যাকসিনকে কেন্দ্র করে বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটদুনিয়ায় ভ্যাকসিন নিয়ে গুজব ছড়িয়েছে। এবার এই নিয়ে কড়া শাস্তির ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে আলাদা করে চিঠি পাঠানো হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গুজবের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, টিকার বিষয়ে শারীরিক অসুস্থতা সংক্রান্ত গুজব যারা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারে ভুল খবর না ছড়িয়ে ফেলতে পারে তার জন্য পদক্ষেপ নিচ্ছে সরকার।