ভোট পরবর্তী হংসা নিয়ে বিতর্ক উঠেছে বারবার৷ এবার এই পরিস্থিতির খতিয়ান করতে প্রেসিডেন্সি জেলে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার হত্যা মামলায় ধৃত পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছন সিবিআই অফিসাররা। নারকেল ডাঙ্গার বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে অভিজিৎ সরকারের বাড়িতেও গিয়েছে সিবিআই৷ সেখানে ঘটনার পুর্নির্মানও করা হয়৷ মৃত্যুর আগে অভিজিৎ সরকারের করা ফেসবুক লাইভকে ডাইং স্টেটমেন্ট হিসাবেই মান্যতা দিচ্ছে সিবিআই৷
সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে তাঁরা জানতে পারেন, এই ঘটনার পর নারকেলডাঙ্গা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছিল৷ ধৃত পাঁচজনই এখন প্রেসিডেন্সি জেলে রয়েছে৷ এর পরেই শিয়ালদা কোর্টে একটি পিটিশন ফাইল করে সিবিআই৷ নারকেল ডাঙ্গা পুলিশ যে পাঁচজনকে গ্রেফতার করেছিল, তাঁদের জিজ্ঞাসাবাদের অনুমতি চান তাঁরা৷ অভিজিৎ সরকারের পরিবার ও তাঁর দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলে সিবিআই অফিসাররা জানতে পারেন, ঘটনার দিন রাতে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল অভিজিৎ সরকারকে৷ তারপর তাঁকে পিটিয়ে খুন করা হয়৷ সেই সময় ১০০ জনেরও বেশি মানুষের ভিড় ছিল৷ এই ঘটনার পূর্ণ সত্যতা যাচাই করতে ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিবিআই৷
প্রসঙ্গত, ইতিমধ্যেই সিবিআই গোয়েন্দাদের হাতে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তুলে দিয়েছেন বিশ্বজিৎ সরকার৷ ওই ফুটেজেও বেশ কিছু লোককে দেখা যায়৷ তারা কারা এবং কী হয়েছিল সেই রাতে সেটাই খুঁজে বার করতে চাইছে সিবিআই৷