ভোটের সময় পুলিশ বিজেপি হয়ে যায় বলে প্রকাশ্য সভায় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমি অনেক জায়গায় দেখেছি, ভোটের সময় পুলিশ বিজেপি হয়ে যায়! তবে ছোট পুলিশদের কোনও দোষ নেই। পুলিশের নেতারা সব আন্ডারস্ট্যান্ডিং করে বসে আছে।” পাশাপাশিই মমতা বলেন, ‘‘আমি আরামবাগের ওসি-র দৌড় দেখেছি।’’ ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতাই রাজ্যের স্বরাষ্ট্র ও পুলিশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী থেকেছেন বরাবর। তাঁর কথায় এমন ইঙ্গিত রয়েছে যে, তিনি হয় পুলিশের উঁচুতলার অফিসার অথবা পুলিশ সংগঠনের নেতাদের লক্ষ্য করে ওই ওই অভিযোগ করছেন। কারণ, ‘পুলিশের নেতারা’ বলতে মুখ্যমন্ত্রী কাদের বুঝিয়েছেন, তার বিস্তারিত ব্যাখ্যায় তিনি যাননি।
বুধবার উত্তরবঙ্গের কোচবিহারের জনসভা থেকে ভোট নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশিই কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফের বিরুদ্ধেও উষ্মা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। একদিকে যেমন তিনি পুলিশ সম্পর্কে বলেছেন, ‘‘ভোটের সময় পুলিশ বিজেপি হয়ে যায়। তাই ওদের বিশ্বাস করবেন না’’, তেমনই সিআরপিএফ-কে ঘেরাও করারও নিদান দিয়েছেন। তাঁর অভিযোগ, রাজ্যে কিছু ‘বিজেপি-সিআরপিএফ’ এসেছে। বাংলার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী জনগণকে ভোট দিতে বাধা দিতে পারে না। জনগণকে ভোটদানে সহযোগিতা করা উচিত তাদের। মমতা বলেন, “সিআরপিএফ-কে আমি সম্মান করি। ওরা আসল জওয়ান। কিন্তু যারা বিজেপি-র সিআরপিএফ, আমি তাদের সম্মান করি না। তারাই মহিলাদের হেনস্থা করছে। মানুষ মারছে। তারাই গন্ডগোল পাকাচ্ছে।” সিআরপিএফ যেন নির্বাচনের পরের দফাগুলিতে কোনও গন্ডগোল করতে না পারে, মানুষকে হেনস্থা করতে পারে, তা দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবেন বলেও মন্তব্য করেন মমতা। তাঁর কথায়, “অমিত শাহের নির্দেশেই সিআরপিএফ এ সব কাজ করছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুলিশকে কখনও এ রকম নির্দেশ দিইনি।”