ভোটের আগে কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠানে ভাষণ দিয়ে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের মন জয়ের চেষ্টা করলেন অমিত শাহ। লোকসভা ভোটে উত্তরের রাজবংশী ভোট যে বিজেপিকে জয়ের দরজা দেখিয়ে বিজেপি সাংসদদের দিল্লি পাঠিয়েছিল সেই রাজবংশী ভোট ধরে রাখতে দরাজ মুখে প্রতিশ্রুতি দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিন তাঁর জনসভায় অনন্তপন্থী দলের বিশাল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা মাঠে পরিবর্তন যাত্রার সূচনা উপলক্ষে জনসভায় অমিত শাহ বলেন, ভারতীয় আধা সামরিক বাহিনীতে নারায়ণী সেনা গঠন করা হবে।
এছাড়াও বীর চিলা রায়ের নামে সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার- এর নামকরণ করা হবে। পাশাপাশি তিনি বলেন, রাজবংশী সমাজের সংস্কৃতি বিকাশের জন্য ৫’শ কোটি টাকা খরচ করে রাজবংশী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। দু’শ পঞ্চাশ কোটি টাকা খরচ করে কোচবিহার পঞ্চানন বর্মা মূর্তি স্থাপন করা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এসে রাজবংশী ভোটব্যাঙ্কের দিকে নজর রেখে পুলিশের নারায়নী ব্যাটেলিয়ান তৈরীর কথা ঘোষণা করেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নারায়ণী সেনা গঠনের ঘোষণা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।